রংপুর প্রতিনিধিঃ হারুন অর রশিদ
আগামী মাসেই দৃশ্যমান হতে চলেছে রংপুর মহানগরীর শালবন ইন্দ্রার মোড়ের (সরকারী বেগম রোকেয়া কলেজ সংলগ্ন) বেগম রোকেয়া ম্যুরাল।
ভাস্কর্যটির শিল্পী অনিক রেজা জানিয়েছেন, রোকেয়া ম্যুরালটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবার পাথরের মাঝ থেকে আলোকিত হয়ে বের হচ্ছে বেগম রোকেয়া এমনটি দেখা যাবে। এছাড়াও পাথরের চারপাশে বেগম রোকেয়ার বই ও বাণী শোভা পাবে। চলতি মাসেই এর কাজ শেষ হবে আশা করি। করোনা কালীন সময়ে শ্রমিক সংকটের কারণে মূলত ম্যুরালের কাজ বিলম্ব হলো। উল্লেখ্য, ভাস্কর্যটি নির্মাণ করছে রংপুর সিটি কর্পোরেশন।