মুহাম্মদ জহিরুল ইসলাম,মুক্তাগাছাঃ
আমার হ্নদয়-মনে, আমার অন্তঃক্ষরণে সর্বত্রই সত্যের বসবাস। সত্যের এই অমিয় মধুর ঝর্ণাধারা কোনো সত্য অন্বেষণকারীর খরতাপা রৌদ্রেপোড়া পিপাসিত হ্নদয়কে নিমিষেই প্রশান্ত ও শীতলতায় পরিণত করে। পার্থিব জীবনে প্রশান্তির আমেজ, শীতল পরশ ও কোমল আবেশের অনুভূতির ছোঁয়া মেলে এই সত্যের মাঝেই। মনের সকল অসত্য সবল কামনা ও প্রচণ্ড লিপ্সাকে চূর্ণ-বিচূর্ণ করে সত্যের পতাকাবাহী ঝাণ্ডাকে পৌঁছে দেয় সত্যের জন্য অপেক্ষমাণ মানুষের কাছে। সত্যের সেই ঝাণ্ডা হাতে নিয়ে জাতীয় “দৈনিক সমকাল”, News 24 চ্যানেলের অন্যতম ব্যক্তিত্ব, BIEA(Bangladesh Industrial Engineering Association)-এর চালিকাশক্তি এবং “দৈনিক সাহসী কণ্ঠ”এর মাননীয় ট্রাস্টি “আব্দুল্লাহ আল মামুন” সত্য অন্বেষণকারীদের নিকট সত্য সংবাদ পৌঁছে দিতে আজ বদ্ধপরিকর।এছাড়াও,দেশ-বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদগুলো সকলের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন “দৈনিক সাহসী কণ্ঠ” এর মাননীয় মুখপাত্র আব্দুল্লাহ আল নোমান। তারই সার্বিক সহযোগিতায় এবং “দৈনিক সাহসী কণ্ঠ”এর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান মো:রফিক ভুঁইয়া খোকার দিকনির্দেশনায় ১৭ নভেম্বর ২০২০ (রোজ মঙ্গলবার) বিকাল ৪ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে, ময়মনসিংহ জেলার উপজেলা প্রতিনিধিদের নিয়ে একটি অনানুষ্ঠানিক মিটিং-এর আয়োজন করা হয়।মিটিং-এ উপস্থিত ছিলেন, মোঃরফিক ভুঁইয়া খোকা(বিভাগীয় প্রধান,ময়মনসিংহ), এস.এম. হাসনাত জামান তুহিন(কেন্দ্রীয় অডিট টিম সদস্য ও সহযোগী সমন্বয়ক, ময়মনসিংহ বিভাগ),মোঃ আশরাফুল সুমন(জেলা প্রতিনিধি, ময়মনসিংহ) এবং উপজেলা প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন,মাহাদী হাসান(সদর),মো:সজীব হোসাইন(ভালুকা),কাজী মোফাকখারুল হক নাঈম(ত্রিশাল), ফুয়াদ হাসান রাসেল(ফুলপুর), এম.এ.এস হুমায়ুন কবির(তারাকান্দা),মুহাম্মদ জহিরুল ইসলাম(মুক্তাগাছা)।
বিভিন্ন সোর্স থেকে সংবাদ সংগ্রহ এবং এর পাশাপাশি জেলা, উপজেলার প্রতিনিধিদের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামুলক আলোচনা পেশ করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান মো:রফিক ভুঁইয়া খোকা। পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী অনলাইনে এক ভিডিও কলের মাধ্যমে সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে সাংবাদিকতার গুরুত্ব এবং করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন “দৈনিক সাহসী কণ্ঠ”এর মাননীয় মুখপাত্র আব্দুল্লাহ আল নোমান। মিটিংটি সুশৃঙ্খলভাবে সম্পাদনা করা এবং কার্যকরী ও ফলপ্রসূ দিকনির্দেশনা দেওয়ার জন্য উপজেলা প্রতিনিধিরা আন্তরিকভাবে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান মোঃ রফিক ভুঁইয়া খোকা এবং কেন্দ্রীয় অডিট টিম সদস্য ও সহযোগী সমন্বয়ক এস.এম.হাসনাত জামান তুহিনকে।মিটিংকে সার্বিকভাবে ফলপ্রসূ করা এবং সকল ধরনের সহযোগীতা প্রদান করার জন্য উপস্থিত সকল প্রতিনিধিদের পক্ষ থেকে”দৈনিক সাহসী কণ্ঠ”এর ট্রাস্টি মাননীয় আব্দুল্লাহ আল মামুন এবং “দৈনিক সাহসী কণ্ঠ”এর মুখপাত্র আব্দুল্লাহ আল নোমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান মোঃরফিক ভুঁইয়া খোকা।বিভাগীয় প্রধান মাননীয় ট্রাস্টি মহোদয় এবং মাননীয় মুখপাত্র মহোদয়ের নিকট সকল ধরনের সহযোগিতা ও দোয়া কামনা করে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।