কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
পল্লী গাঁয়ের,
মোড়ে মোড়ে,
বসছে হাট,
জমছে মেলা,
হচ্ছে খেলা,
জম জমাট৷
সকাল বিকেল,
সারা ক্ষণ,
লোক সমাগম,
মোড়ের হাটে,
যাতায়াতে মানুষ,
শব্দ গমাগম৷
রাস্তার দু’ধারে,
নানান পন্যের,
দোকানের সারি
সব মহাজন,
থাকে মিলেমিশে,
নেইকো আড়ি৷
অতি সহজে,
পাড়াঁর মানুষ,
করে কেনাকাটা,
মোড়ের হাটে,
সবারই লাগে,
একটু হাঁটা৷
সব মানুষের,
মিলন মেলা,
সুখগাথা শোকগাথা,
মোড়ের হাটেই,
জমে ওঠে,
রংবেরংয়ের কথা৷
সবাই চেনা,
সবাই আপন,
অচেনা ক’জন?
মোড়ের হাটে,
মধুর মেলায়,
ভীষণ আপ্যায়ন৷
সহজ সরল,
পল্লীর মানুষ,
সাদাসিধে ঠাট,
সময় পেলেই ,
বসে গিয়ে,
মোড়ের হাট৷