মোহাম্মদ সিরাজ যেন উপন্যাসের গল্প

৪৭

ইমরান হোসেন পিয়াল,খেলা ডেস্ক: আপনি মোহাম্মদ সিরাজ হবেন। আপনি দরিদ্রের কষাঘাতে পিষ্ট হতে হতে অটোরিকশা চালক বাবার ছায়ায় বড় হবেন। আপনার জীবনের বাঁকে বাঁকে কখনো হারানোর বেদনা জেগে উঠবে। আপনাকে আইপিএল প্রোডাক্ট, টি-২০ প্রোডাক্ট হিসেবে হাসি ঠাট্টা করবে সবাই। আপনি হঠাৎ করে ভারতের অস্ট্রেলিয়া সফরের বিমানে চেপে বসবেন। অস্ট্রেলিয়ায় বায়ো বাবলে থাকাকালীন আপনার বাবা মারা যাবে। আপনি শেষ বারের মতোও দেখতে পারবেন না আপনার জীবনের হিরো’কে। ওয়ানডে, টি-২০’র পর অপ্রত্যাশিত ভাবে টেস্ট ক্যাপ মাথায় উঠবে আপনার।

বারো বছর পর গ্যাবায় দুই ইনিংসেই অল আউট হওয়া অজিদের মাথায় চেপে বসবেন আপনি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়ে আপনি লাল বলটা উঁচিয়ে ধরবেন। হয়তো মনে মনে বলবেন, “বাবা দেখো আমি পেরেছি। তোমার স্বপ্ন আজকে বাস্তব করছি আমি।” হয়তো তোমার বাবা আকাশ থেকে দেখছে। দেখছে গ্যাবায় আজ তোমার উঁচিয়ে ধরা লাল চেরিটাও!

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.