ডেস্ক রিপোর্টারঃ ৩নং তেতুলিয়া হইতে ৭নং গাগলাজুর পর্যন্ত রাস্তার অবকাঠামো গত উন্নয়ন চায় ডিংগাপুতা হাওড়ের কৃষকগন। এই রাস্তার বেহাল দশা, আজ তিন চার বছর ধরে। তেতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ।এতে গ্রামের মানুষের মোহনগঞ্জ আসতে অনেক অসুবিধা হয়।
এই রাস্তাটি দিয়ে অনেক গুলো গ্রামের মানুষ যাতায়াত করে। এতে প্রতিনিয়ত গাড়ি এক্সিডেন্ট হওয়ার আশংক্ষা রয়েছে।তেতুলিয়া ইউনিয়েন ফাগুয়া দুই গ্রাম,গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর,নওগাও,জালারপুর,কামালপুর,বাবণীকোনা,মান্দারবাড়ী,মান্দাওরা,গেইরেহার,চানপুর,বনান্তর,আরও অনেক গ্রাম,আবার সিলেট বিভাগের কিছু গ্রাম,আমানি পুর, কান্দবপুর, বৃষ্টিপুর,এই সব গ্রামের মানুষেরা নৃত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে, ডাক্তারের চিকিৎসার জন্যও মোহনগঞ্জ আসতে হয়। পরে আবার বৈশাখ মাসে ডিংগাপুতা হাওড়ের ধান নিয়ে এই রাস্তা দিয়ে মোহনগঞ্জ আসতে হয়।এতে গ্রামের কৃষকেরা অনেক সমস্যায় আছে। তাই দ্রুত এই রাস্তার উন্নয়ন চায় গ্রামের কৃষকেরা।
কৃষকেরা বাংলাদেশ সড়ক পরিবহণ মন্ত্রীর কাছে বিনিত ভাবে অনুরোধ করছেন রাস্তাটির জন্য।