মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটের মোংলা পোট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আব্দুল হাই সড়কস্ত দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে ২৩ দফা এ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
ইশতেহারে তিনি বলেন,আমি নির্বাচিত হলে নিন্ম লিখিত কর্মকান্ড গুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করে মোংলা পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে রুপান্তরিত করবো।
1.পৌরসভার প্রতিটি ঘরে সুপেয় পানির ব্যবস্হা করা।
2.পৌরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ।
3.পানি নিস্কাসনের জন্য সরকারি খাল পূনঃখনন করা।
4.পৌরসভার মধ্যে বড় পুকুর গুলোর সংস্কার করা।
5.ময়লা আবর্জনা পরিস্কার করে ডাম্পিংয়ের ব্যবস্হা করা।
6.পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে অবহেলিত রাস্তা ঘাটের উন্নয়ন করা।
7.বাজার এলাকায় গণ শৌচাগার স্হাপন করা।
8.শহর পরিস্কার পরিচ্ছন্ন ও মশা নিধনের ব্যবস্হা করা।
9 সকল মসজিদ,মাদ্রাসা,স্কুল, কলেজ, এতিমখানা, মন্দির ও গীর্জার উন্নয়ন করা হবে।
10.মাদক ও নেশা মুক্ত পৌরসভা গঠন করা।
11.একটি আধুনিক পৌর মিলনায়তন নির্মাণ করা।
12.জনসাধারণের বিনোদনের জন্য আধুনিক পার্ক নির্মাণ করা।
13.মাছ বাজার এবং মাংস বাজার স্হানান্তরিত করে আধুনিক বাজারে রুপান্তরিত করা ও গবাদি পশু জবাইখানা নির্মাণ করা।
14.পৌরসভার পক্ষ হতে কবরখানা উন্নয়ন ও একটি শ্মশান ঘাটের ব্যবস্থা করা।
15.কুকুর নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনের ব্যবস্হা করা।
16.মোংলা পৌরসভায় বসবাসকারী বিভিন্ন বস্তিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন সাধন করা।
7
17.ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনঃবাসনের ব্যবস্হা করা।
18.জলাবদ্ধতা নিরসনে শহরের পানি অপসারনের জন্য ড্রেনেজ ব্যবস্হা করা।
19.শহরের বিভিন্ন স্হানে যাত্রীদের সুবিধার জন্য যাত্রী ছাউনী নির্মাণ করা।
20.শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামকে আধুনিকায়ন করা।
21.মোংলা কাঁচা বাজারকে আধুনিকায়ন করা।
22.মেরিন ড্রাইভের রাস্তায় সৌন্দর্য বর্ধন করা।
23.শহরের আশে পাশে প্রয়োজনীয় ব্রীজ কালর্ভাড নির্মান করা।