মো: রাজন সরদার,মোংলা উপজেলা প্রতিনিধি : আসন্ন মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন সামনে রেখে মোংলা পৌর ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা আসনের কাউন্সিলর শাহানাজ আক্তার শানু। তার সেবামূখী অবদানের কারনে ১,২,৩,নং ওয়ার্ড বাসী সহ মোংলা বাসীর কাছে বেস সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। শাহানাজ আক্তার শানু দীর্ঘদিন থেকে সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে শাহানাজ আক্তার শানু মোংলা সরকারি কলেজ ছাত্রলীগ এর ছাত্রী বিষয়ক সম্পাদক এর দায়িত্বে আছেন। তার আওয়ামীলীগের দলীয় কার্যক্রমে নেতৃত্বে বিশেষ অবদান রয়েছে। তিনি জনসাধারণের ও অসহায় হতদরিদ্র মানুষের সেবায় তার রয়েছে বিশেষ অবদান। সাধারন মানুষের কাছে শাহানাজ আক্তার শানু সম্পর্কে জানতে চাইলে বলেন, শাহানাজ আক্তার শানু ১,২,৩ নং ওয়ার্ডে সবার পরিচিত প্রিয় মুখ এবং মানুষের সেবা করার প্রবল ইচ্ছা আছে।
অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে তার বিশেষ অবদান রয়েছে, এলাকা বাসী’রা আরো বলেন, আমরা তাকে যতকুটু চিনি সে সাদা মনের মানুষ। শাহানাজ আক্তার শানু কে কারো বিপদ আপদে ডাকলে দিনরাত সর্বোপরি সব সময় আমরা তাকে পাশে পাই। তাকে যেন আওয়ামী লীগের দলীয় নমিনেশন দেওয়া হয় এমনটাই নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন সাধারন খেটে খাওয়া মানুষেরা। স্থানিয় বাসীন্দা’রা বলেন তিনি একজন শিক্ষিত এবং পরউপকারী এমন প্রার্থী নির্ধারণ হলে হয়তো ভালোই হবে আমাদের সাধারণ মানুষের জন্য। হাজারও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে সব সময় থাকেন। ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহানাজ আক্তার শানু বলেন, আমি সব সময় আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাহেবের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সে ক্ষেত্রে আমার নেতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাহেব,ও প্রিয় নেত্রী আমাদের মা জননী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যদি ১,২,৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করার জন্য আমাকে প্রয়োজন মনে করে তবে আমি নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি আর যাবোও না।তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার আদায়ে এবং পুরষের সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছি ইতিপূর্বে। আইন এ-র শাসন প্রতিষ্ঠায় আমি যতদিন বেঁচে থাকব অসহায় হতদরিদ্র মানুষের সেবা করে যেতে চাই। শাহানাজ আক্তার শানু আরো বলেন আমি আশবাদী আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন এবং জয়যুক্ত করবেন।