মোংলায় কোষ্টগার্ডের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

৩৯

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যাুরো প্রধান,খুলনাঃ বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আলমতলা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহলদল। আটককৃতরা হল আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮), মৃত মোফার মেয়ে সাথী আক্তার (৩২)। উদ্ধারকৃত গাঁজা ও আটক মাদক ব্যাবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরাধে ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.