মোংলায় কবির হোসেন’র নির্বাচনী প্রচারণায় বাকী তালুকদার

৪৮

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটের মোংলায়”মোংলা পোর্ট পৌরসভার”সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর নৌকা ও আওয়ামীলীগ সমর্থিত ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোংলা পৌর যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন এর টেবিল ল্যাম্প মার্কায় বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারনা করা হয়েছে।

শনিবার (০৯-জানুয়ারী) বিকাল ৪টায় মোংলার ১নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে ও বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারনা ও লিফটল্যেট বিতরণ করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব তালুকদার আঃ বাকি।

এসময় প্যানেল মেয়র আলহাজ্ব তালুকদার আঃ বাকী’র সাথে প্রচারনায় আরো অংশ নেন,মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামীলীগ নেতা সেলিম,১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,যুবলীগ নেতা হাসিব আমিন,মোংলা পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ খাঁন বাবু, পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম বাচ্চুসহ বাগেরহাট জেলা তাতীলীগের নেতৃবৃন্দ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬ই জানুয়ারী মোংলা পৌরসভার সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানকে নৌকা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেন’র টেবিল ল্যাম্প প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.