ফাহিম আল মামুন,খেলাঃ একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৪টি গোল করে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। মেসির রেকর্ড গড়ার ম্যাচে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।
আগের ম্যাচেই ছুঁয়েছিলেন পেলেকে। তিন দিন পরই তাকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর, লিওনেল মেসি। গড়লেন আরো একটি রেকর্ড। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। অ্যাসিস্ট করেছেন ল্যাংলের গোলেও।
পেলেকে ছাড়িয়ে যেতে আর্জেন্টাইন সুপারস্টারের লাগলো ৭৪৯ ম্যাচ। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুম খেলেই পেলের রেকর্ড ছাড়িয়ে গেলেন মেসি।
রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে, ধন্যবাদ জানিয়েছেন পরিবার ও বন্ধুদের। অনন্য কৃতিত্বের জন্য মেসির প্রশংসায় পঞ্চমুখ গ্যারি লিনেকারসহ ফুটবল তারকারাও।
করোনাকালেও মেসির দলবদল ইস্যু সরব রেখেছিল ট্রান্সফার মার্কেট। ক্লাব-সভাপতি দ্বন্দ্বে গত মৌসুম দুঃস্বপ্নের মতো কেটেছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকারও করেছেন তা। তবে ক্লাবের প্রতি নিবেদনে একটুও কমতি ছিল না এলএমটেনের।
বার্সা যেমন মেসিকে যশ, খ্যাতি দিয়েছে দুহাত ভরে, প্রিয় ক্লাবকে তার যথাযথ প্রতিদানও দিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আসছে মৌসুমেও যদি মেসি বার্সেলোনায় থাকেন তাহলে এক ক্লাবের হয়ে গোলের রেকর্ডটা হয়তো সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন মেসি।