মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

৫৩

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্ট :মেডিকেল (এমবিবিএস) ২০২০-২০২১ সালের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এবার মোট ৪৩৫০টি আসনের মধ্যে ফাস্ট টাইমারে ৩৯৩৭ জন ও সেকেন্ড টাইমারে ৪১৩ জন চান্স পেয়েছে।

ছেলে এবং মেয়েদের চান্সের হার ৪৪ঃ৫৬।

জাতীয় মেধাতালিকায় ১ম স্থান অধিকার করেছে মিশরী মুনমুন,তার মেডিকেল ভর্তি পরীক্ষার রোল নম্বরঃ২৫০০২৩৮
তার মোট স্কোরঃ২৮৭.২৫, তার ভর্তি পরীক্ষার স্কোরঃ ৮৭.২৫।তার শিক্ষা প্রতিষ্ঠান পাবনা এডওয়ার্ড কলেজ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.