মেঘনায় মতলবগামী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

৩৬

মো: মাইন উদ্দিন চৌধুরী,মতলত উত্তর,উপজেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে,ষাটনল মোহনা এলাকায় এমভি মকবুল-২ লঞ্চে এই ডাকাতির ঘটনা ঘটে বলে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, ডাকাতদের হামলায় ওই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ৯টার দিকে চাঁদপুর মতলব এর ষাটনলের উদ্দেশ্যে রওনা হয় এমভি মকবুল-২।

যাত্রীদের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, গজারিয়া এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় কয়েকটি স্পিডবোটে করে ১৫ থেকে ২০জন ডাকাতের একটি দল লঞ্চে এসে ওঠে। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লঞ্চের যাত্রীদের ভয়-ভীতি দেখায়। যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে,তারা আবার চলে যায়।

খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই লঞ্চ পরিদর্শন করেছেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.