ধামরাই প্রতিনিধি,ঢাকা উত্তর।
২৩ জানুয়ারি ২০২১
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্তী আজকে ১৮৯ পরিবারের কে জায়গা সহ ঘড় উপহার দিচ্ছে।
আজ “স্বপ্ননীড়ে” উঠেছে ৬৬ হাজার,১৮৯ টি পরিবার।
এটা কেবলই ঘর নয়। অর্ধ কোটি মানুষের মুখে হাসি তুলে দিলেন মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে এক অনন্য নজির। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে থাকতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান ও গর্বিত মনে করছি,একথা গুলো বলছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবশতবর্ষ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির সেই উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।