মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা, কার্যক্রমের উদ্বোধন হচ্ছে ২৩ জানুয়ারী

২৩

ডেস্ক রিপোর্টঃ মুজিববর্ষে“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি ২০২১ তারিখ শনিবার, সকাল ১০.৩০ টায় ৬৯ হাজার ৯শ ৪জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করবেন।

উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকল বিভাগের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণের সাথে ভিডিও কনফারেন্সিং সভা, আজ ১৮/০১/২০২১ খ্রি.তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জনাব ড. আহমদ কায়কাউস স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধানমন্ত্রী কার্যালয় প্রান্তে উপস্হিত ছিলেন জনাব মো: তোফাজ্জল হোসেন মিয়া, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনাব মোঃ মোহসীন, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, সহকারী পরিচালক, আশ্রয়ণ-২ প্রকল্প, পরিচালক (প্রশাসন), প্রধানমন্রীর কার্যালয়, প্রকল্প প্রকৌশলী, উপ প্রকল্প প্রকৌশলী , সিনিয়র সিস্টেমস এনালিস্ট, সহকারী প্রোগ্রামার, আশ্রয়ণ প্রকল্পের মনিটরিং অফিসার ও প্রকৌশলীবৃন্দ। জেলা প্রশাসক প্রান্তে সকল বিভাগের উপজেলা নির্বাহী অফিসারগণ ও উপস্হিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.