আশরাফুল ইসলাম,মতলব উত্তরঃ প্রতি দুই বছর যাবৎ অবৈধভাবে ঘাটে জনপ্রতি পাঁচটাকা করে আসা বা যাওয়ার জন্য নিতেন কথিত ইজারাদাররা।
অথচ দুই বছর যাবৎ কোন ইজারা আনা হয়নি মতলব খেয়া ঘাটের। অবৈধভাবে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ২৫ নভেম্বর বিকাল পাঁচটায়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এসে ঘাটে হাজির হন। অতপর ঘাটে অবৈধভাবে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হন।
জানা যায়, ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে দশ হাজার টাকা জরিমানা করেন এবং আগামীকাল বিকেল তিনটার মধ্যে জনপ্রতি মুল্য তালিকা টানানোর নির্দেশ দেন।
যারা ঘাটে টাকা তুলতেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান। ধন্যবাদ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আজ থেকে ঘাটটিকে মুক্ত করে দেয়ার জন্য নির্দেশ দেন । আজ থেকে ঘাটে অবৈধভাবে পাঁচটাকা নেয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন ।