শামছুল আলম,করিমগঞ্জ প্রতিনিধিঃ” সেবায় সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে জাগ্রত তরুণ সমাজ সংগঠনের উদ্যোগে, শতাধিক হতদরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ এবং বিজয় দিবস উপলক্ষে ইউনিয়নের মোট ২৮ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার বিকাল তিন টার দিকে করিমগঞ্জ উপজেলার মধ্য হাইধনখালী গ্রামে কম্বল বিতরণ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাগ্রত তরুণ সমাজ সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি এস টি সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক শাহীনের সঞ্চলনায় অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হক ভূইয়া বাবুল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ, জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগ নেতা সুজন বাবু সহ সংগঠনের নীতি নির্ধারন বোর্ড মেম্বার মোঃ মামুনুর রশীদ, শামসুল আলম, হুমায়ুন কবির, আল আমিন ও সংগঠনের সকল সদস্যবৃন্দ ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার।