
মোঃ জহিরুল ইসলাম,মুক্তাগাছা, ময়মনসিংহঃ দুনিয়ার কোন মামুলি স্বার্থ ও সুযোগ-সুবিধার মোহে পড়ে যে ব্যক্তি নিজের মান-ইজ্জত ও ব্যক্তিত্বকে ভূলুণ্ঠিত করতে পারেন,তিনি যতই বুলি ফুটান না কেন!রাজত্ব, রাজসিংহাসন ও রাজমুকুট পাওয়ার পরও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন না।প্রকৃত মানব সেবাকারীর অন্তর দুঃখী মানবের দুঃখের ঘর্ষণে হয়ে উঠবে স্বচ্ছ-নির্মল আয়নার মত।সেই আয়নায় তিনি উড়ন্ত অসংখ্য ঘড়ির মত দুঃখী মানবের দুঃখের অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাবেন।নিজের শত কষ্ট, শত যন্ত্রণাকে তুচ্ছ করে, ছুটে যাবেন সেই দুঃখী মানবের কাছে।শত কষ্ট ও শত যন্ত্রণাকে নিজের কষ্ট ও যন্ত্রণা ভেবে দুর্গম ঘাঁটি অতিক্রম করে,দুঃখী মানবের কষ্টের মনজিলকে সুখের মনজিলে পরিণত করে,উড়িয়ে দিবেন মানবসেবার সেই শান্তুির পতাকা।
সেই মানব সেবাকারীই নেতৃত্ব দিক সমাজের এমনি চাওয়া-পাওয়ার কথা ব্যক্ত করেছেন ২নং ওয়ার্ডের বাসিন্দারা।আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পারভেজ সাজ্জাদ আহম্মেদ প্রিন্স কে বিজয়ী হিসেবে দেখতে চান।গত ২০শে ডিসেম্বর এলাকাবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলাকারবাসীরা এমনটাই ব্যক্ত করেন।সংক্ষিপ্ত এক বক্তৃতায় পারভেজ সাজ্জাদ আহম্মেদ প্রিন্স জানান,তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে, ২নং ওয়ার্ডকে একটু আদর্শ ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।