জাকারিয়া মাহমুদ প্রিন্স,বরিশাল প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এসএসিপি প্রকল্পের “উচ্চ মূল্যের ও পুষ্টিসমৃদ্ধ বসতবাড়িতে সবজী বাগান” প্রদর্শনীর উপকরণ বিতরণ, রবি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি এবং বরিশাল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে “কৃষি প্রযুক্তি মেলা-২০২০” এর শুভ উদ্ভোদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী, সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সরওয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,জনাব মো:আরাফাত হোসেন ও উপজেলা মির্জাগঞ্জ পুলিশ অফিসার ইনচার্জ, জনাব এস এম শওকত আনোয়ার।
আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম, মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জুয়েল হোসেন।
এসময় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় এবং কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।