কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
আজ যে আমার মা মণির জন্মদিন,
আনন্দে নাচছে এখন তাক দিনা দিন৷
আজ মা মণি যে খুশিতে আটখানা,
বাবা মায়ের আদরের ছোট্ট দুষ্টু মনা৷
খুব করে জেদ ধরেছে ক’দিন ধরেই,
বাবা,জন্মদিনটা পালন করতে হবেই৷
দাদা,নানা,নানী,মামা,চাচ্চু বলো সবাইকে,
বান্ধবী যারা আছে,আনো তাদের ডেকে৷
ভোরবেলাতেই ডাকছে মা,বাবা তুমি উঠ,
আমি কি আর এখনপ আছি খুবই ছোট?
মায়ার আদরে আমায় বলছে কানে কানে,
আজ যে আমার জন্মদিন আছে কি বাবা মনে?
আজ যে আমায় দিতে হবে সেরা উপহার,
কি ভাবছ?কি আনবা? চাই না হীরার হার৷
কপাল জুড়ে চুমু আঁক বাবাই প্রিয় মা সবার,
তোমার দোয়ায় কেটে যাবে আমার সব আঁধার৷
বয়স সবে গুটি কয়েক,খুব একটা বেশি নয়,
বুদ্ধিসুদ্ধি দেখে মনে হবে,সবে পা দিল যে ছয়৷
সবার কাছে রইল মা মণির জন্য দোয়ার আবেদন,
বছর বছর কেটে মা মণিটা সুখে থাকে যেন ভুবন৷