
মোঃ খাদেমুল ইসলাম, কো-অর্ডিনেটর, সাভার-মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জনাব মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার এ,কে,এম নাদিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়ে গেল মানবিক বাংলাদেশ সোসাইটির মানবিক সমাবেশ। এ সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে অসহায় গরিবদের পাশে দাঁড়িয়ে মানবিকতার সাথে সকলের সহযোগীতা করা। তাই বরাবরের মতো এ সমাবেশেও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আদম তমিজী হক উপস্থিত থেকে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র এবং খাবার বিতরণ করেন।
সমাবেশের উদ্ভোদন করেন জনাব হাজী মোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যান, জাগীর ইউনিয়ন পরিষদ এবং প্রধান উপদেষ্টা, মানবিক বাংলাদেশ সোসাইটি, মানিকগঞ্জ জেলা শাখা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদুল ইসলাম বিদ্যুত, জনাব নুরুল ইসলাম বাদশা, জনাব সালেহ আহমেদ হৃদয়, জনাব তামজীদ আহমেদ লিন্টু, জনাব দেওয়ান শাহজাহান সুজন, জনাব জাহাঙ্গীর আলম, জনাবা শিউলি আক্তার, জনাব রেজাউল করিম মন্টু, জনাব আব্দুল সামাদ, জনাব মোঃ আব্দুল মালেক, জনাব মোঃ আব্দুল বারেক, জনাব মোঃ আব্দুল হাকিম।
মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আদম তমিজী হক তার বক্তব্যে সকলকে মানবিক বাংলাদেশ সোসাইটির সাথে কাজ করার আহ্বান জানান এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।