মোঃ ফরিদুল ইসলাম
মানবতা কোন দ্বায় বদ্ধতার নাম নয়
যার আলোয় জেগে উঠতে চায় সবাই,
মানবতা নয়কো শুধু
বিবেকবান মানুষের জন্যে।
মানবতা থাকিবে বন্যপ্রাণী
আর সকল জীবের জন্যে,
মানুষ সৃষ্টির সেরা জীব
তাই দেখায় উদার আর মানবতা।
না থাকলে কারো মনে কোন মানবতা
সে নয়কো মানুষ
সে হলো পশুর পায়ের জুতা।
মানবতা আছে বলেই
সুন্দর হয়েছে এই পৃথিবী,
যেখানে নেই কোন মানবতা
সেখানে গোড়ে উঠেনা
সভ্য সমাজ আর উদারতা।
মানবতায় জাগায় মানুষের মনে
সচ্ছ প্রেমে গাঁথা হাজারো মালা,
হে মানবতা, রবে তুমি বহু ক্ষনে
সুশৃংখল এই দরায়।