
মোঃ আনসার আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ এএসএসডি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলবলা হিফযুল কুরআন মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীরা পেলো শীত বস্ত্র-গতকাল ১৮ জানুয়ারি সোমবার ২০২১ ইং তারিখে সংগঠনটির সেচ্ছাসেবীরা ৩০ টি কম্বল বিতরণ করে।
লালমনিরহাট ভিত্তিক সংগঠন এ্যাসোসিয়েশন ফর সোসাল সার্ভিস এন্ড ডেভলপমেন্ট-এএসএসডি পুরো শীতকাল যাবত নানান স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটি লালমনিরহাট জেলার কালীগঞ্জের চলবলা হিফযুল কুরআন মাদ্রাসায় ৩০ টি কম্বল এবং সোনারহাট মসজিদেও ৪ টি কম্বল দান করে।
সংগঠনটির সেচ্ছাসেবী আল – নাহিয়ান জানান,”শীতকালে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আমাদের। সকলের সাহায্য আসছে ধীরে ধীরে এবং আমরা বিতরণ করছি শীত বস্ত্র। যদিও আমাদের ক্ষুধা দূরীকরণ প্রজেক্ট চলমান, তার মাঝেও আমরা তীব্র শীতে শীতবস্ত্র বিতরণ বন্ধ রাখিনি”
উল্লেখ্য, এএসএসডি’র চলমান ক্ষুধা দূরীকরণ প্রজেক্ট লেস হাঙ্গারের আওতায় প্রতিদিন লালমনিরহাটের কিছু ক্ষুধার্ত ও দুস্থ মানুষ খাবার পাচ্ছে।