মাদারীপুরে এস আই বিরুদ্ধে নব দম্পতিকে মারধরের অভিযোগ।

১৮

 

সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি। মাদারীপুরের ডাসার থানার এসআই রতন মণ্ডলের বিরুদ্ধে নবদম্পতিকে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজৈর উপজেলার খালিয়া গ্রামের কিশোরের সঙ্গে পার্শ্ববর্তী মুকসেদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের দোলা বারুরির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। পরে গত সোমবার হিন্দু ধর্মীয় নিয়মনীতি মেনে কিশোর মণ্ডল (২০) ও দোলা বারুরিকে (১৭) বিয়ে হয়। বিয়েকে আরও কার্যকর করতে ৯ নভেম্বর মাদারীপুর কোর্টের মাধ্যমে নোটারি সম্পন্ন করেন।

পরবর্তীতে মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামে কিশোর মণ্ডলের বোনের বাড়িতে বেড়াতে আসে। এসআই রতন মণ্ডল রাত ১০টায় নববধূর পরিবারের লোকজন নিয়ে চলবল গ্রাম থেকে কিশোরকে মারধর করে ডাসার থানায় নিয়ে আসে। রাত দুইটার দিকে দ্বিতীয় দফায় মারধর করা হয় তাকে।

ভুক্তভোগী কিশোর মণ্ডলের বাবা কমল মণ্ডল বলেন, আমার ছেলে ধর্মীয় নিয়ম নীতি মেনে সিঁদুর পড়িয়ে দোলা বারুরিকে বিয়ে করে। আমার মেয়ের বাড়ি থেকে ডাসার থানার এসআই রতন ধরে থানার ভিতরে এনে মারধর করে। আমার ছেলের বউকে টেনে হিঁচড়ে তার পরিবারের কাছে দিয়ে দেয় গভীর রাতে। আমার ছেলে কিশোর মণ্ডলকে সকালে আমাদের কাছে ফেরত দেয় ডাসার থানা পুলিশ। আমি এর বিচার চাই।

ডাসার থানার এসআই রতন মণ্ডলের কাছে নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মেয়ের বাবা রাজৈর থানায় অভিযোগ দিয়েছে। তবে অভিযোগের কপি দেখাতে পারেন নি তিনি।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এসআই রতন এটা করতে পারে না। নির্যাতনের বিষয়টি আমার জানতে হবে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.