ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় হ্যালো জামালপুরের পক্ষ থেকে।
রবিবার বিকালে গুফের অন্যতম এডমিন উবায়দুল ইসলাম মাদারগন্জ নতুন বাস স্যান্ডউইচ এলাকায় পথচারী, গাড়িচালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তারা বলেন, করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের মাস্কপরা ছাড়া কোন উপায় না।
এসময় ৩নং গুনারীতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সস্পাদক সাদ্দাম হোসেন বলেন,যাত্রী ও সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে তাদের নিয়মিত মাস্কপরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এয়াসিম , স্বপন , সাইফুল ইসলাম সনেট প্রমুখ।