বিনোদন ডেস্কঃ
২৯ লাখ টাকা নিয়েছেন অথচ অনুষ্ঠানে আসেননি,এমনই অভিযোগ উঠেছে সানি লিওনির বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগে সানির বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন আয়োজকরা। তার জেরে ছুটি কাটানোর মধ্যেই কেরল পুলিশের জেরার মুখে অভিনেত্রী। সানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে পেরাম্বুরের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তাদের অভিযোগ,২০১৬ সালে বেশ কয়েকটি অনুষ্ঠানে আসার জন্য ২৯ লাখ টাকা নেন অভিনেত্রী।কয়েক কিস্তিতে টাকা লেনদেন সম্পূর্ণ হওয়া সত্ত্বেও নির্ধারিত দিনে সেই অনুষ্ঠানে যাননি সানি। তাঁর সঙ্গে টাকা আদানপ্রদানের সমস্ত নথি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সানির সঙ্গে দেখা করেন এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। তবে টাকা নেওয়ার সমস্ত কথা স্বীকার করে নিয়েছেন সানি। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের জন্য তাঁর যে ডেটগুলি রেখেছিলেন, তাতে কোনও ইভেন্ট আয়োজন করা হয়নি। উলটে বারবার সূচি পরিবর্তন করে নতুন নতুন তারিখ দেওয়া হয়। ফলে সানির মতো ব্যস্ত অভিনেত্রীর পক্ষে সময় দেওয়া সম্ভব হয়নি। কে সঠিক তা জানতে এব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে কেরলে স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তান নিশা,আসের ও নোয়ার সঙ্গে সপরিবারে ছুটি কাটাচ্ছেন সানি লিওনি।
ব্রেকিং নিউজ :
- মোংলায় সার বোঝাই লাইটার ডুবি: ৮ কর্মচারী জিবীত উদ্ধার
- লালমোহনে ভ্রমণের নামে শব্দদুষণ, কাভার্ড ভ্যান আটক
- নয়া অভিযোগ নোরার ফাতেহি বিরুদ্ধে
- খেলা শুরু করলে কোথায় যাবেন-বিএনপিকে কাদের
- রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
- ভোলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা : নিহত ১ আহত ৪০
- সাইমন-মৌয়ের ‘প্রেমকাব্য
- আমাকে যে পাত্রে ঢালবে, সেই আকারই নেব: শ্রাবন্তী
- অভিভাবক হিসেবে মায়ের নাম লেখা যাবে : হাইকোর্ট
- বাংলাদেশ আজ বিশ্বে ‘উন্নয়নের রোলমডেল’: প্রধানমন্ত্রী