মহাসমাবেশের অনুমতি না পেয়ে যা বলছে জামায়াত
স্টাফ রিপোর্টার:
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মতিঝিলের শাপলা চত্ত্বরের মহাসমাবেশের যে কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে সে কর্মসূচির অনুমতি দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শাপলা চত্ত্বরে তারা মহাসমাবেশ করবেন।
বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে বসেছে।
এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ’
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এদিকে গতকাল জামায়াতের ঢাকা মহানগর উত্তর এক প্রস্তুতি সভা করেছে। সভায় কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে দলটি।
ব্রেকিং নিউজ :
- বগুড়ায় সেচ নালা থেকে জবাই করা লাশ উদ্ধার ।
- মাদারীপুরের কালকিনিতে ইউএনও কথা বলে মুঠোফোনে টাকা দাবি ।
- ঝিনাইদহে নারীকে ফাসাতে গিয়ে দিন মজুরকে হত্যা, স্কেচের মাধ্যমে সনাক্ত করে আসামী গ্রেপ্তার ।
- ঈদগড়ের লাউ সরবরাহ হচ্ছে বিভিন্ন হাট বাজারে ।
- নওগাঁ-২ আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি'র প্রার্থীকে শোকজ ।
- ইসরায়েল মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেই যাচ্ছে : জামায়াত
- অভ্যন্তরিণ কোন্দলে পটিয়া মাদরাসায় আবারও সংঘর্ষ ।
- ধনবাড়ীতে যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত।
- এক মাস ধরে মেয়েকে খুঁজে পাচ্ছেন না অসহায় বাবা ।
- সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।