সাইফুল ইসলাম ইমরান,বরিশাল সদরঃ আজ মহান বিজয়ের মাসের প্রথম দিনে বিডি_ক্লিন_বরিশাল পরিবার দিনব্যাপী মেগা ইভেন্টের মাধ্যমে বরিশালের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে।
নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বরিশালের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) , সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মুহাম্মদ শোয়েব ফারুক, বরিশাল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুর রহমান সন্যামত, ইউনিসেফ এর আঞ্চলিক সমন্বয়ক তৌফিক আহাম্মেদ, বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা সমন্বয়ক কাজী সাইফুল, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম, অতিরিক্ত সমন্বয়ক-ঝালকাঠি মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সমন্বয়ক-ভোলা আঞ্জুম খান, সহ-জেলা সমন্বয়ক সাব্বির হোসেন, উপ-সমন্বয়ক লজিস্টিকস মোঃ ইব্রাহিম খন্দকার, উপ-সমন্বয়ক মির্জাগঞ্জ উপজেলা ইফশিয়াজ শয়ন, সিনিয়র সদস্য মোঃ শাহাজাদা হিরা, শাহিদ বিল্লাহ, সেলিম হাওলাদারসহ বিডি ক্লিন বরিশালের একঝাঁক তারুণ্য।
অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক বরিশাল। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।
সকাল ৯ টায় নগরীর ত্রিশ গোডাউনে অবস্থিত বধ্যভূমি পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করে বিডি ক্লিন তারুণ্যরা একে-একে একুশে পদকপ্রাপ্ত শহীদ এডিসি আজিজুল হক এর সমাধীসৌধ, বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে অবস্থিত বরিশালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ পরিস্কার-পরিচ্ছন্ন করে।
১৯৭১ সালের এই মাসের ৮ তারিখে বরিশালকে ও ১৬ তারিখেই আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু স্বাধীন ও পবিত্র মাতৃভূমির সম্মান কি রক্ষা করতে পেরেছি?
যাদের রক্ত মিশে আছে এই মাটিতে, তাদের ত্যাগের মূল্যায়ন করতে কি পেরেছি আমরা? তাদের মতো আত্মত্যাগী হতে পেরেছি কি?
তাদের মতো দেশের তরে জীবন দেয়ার সৌভাগ্য হয়তো হবে না, তবু তাদের ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশের জন্য কিছু তো করি।