মো: সোহাগ মিয়া,মধুপুর,টাংগাইলঃ টাংগাইল ময়মনসিংহ মহাসড়ক এর মধুপুর উপজেলার কাকরাইদ বাজার সংলগ্ন, বাজার জামে মসজিদ এর সামনে গতকাল (২৫/১১/২০২০ ইং তারিখ) মোটরসাইকেল এর সাথে চার্জিং ভ্যানের সংঘর্ষ সংগঠিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরীবের নামাজ চলাকালীন সময়, ময়মনসিংহ দিক থেকে অধিক গতিতে আসা মোটরসাইকেল এর সাথে চার্জিং ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। উল্লেখ্য মোটরবাইকে ৩ জন আরোহী ছিলো। ৩ জন গুরুতর ভাবে আহত হওয়ায় লোকজন তাদের কে মধুপুর উপজেলা হাসপাতালে প্রেরন করেন এবং অটো ভ্যান চালক সহ ভ্যান যাত্রী আহত হলে তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রেরন করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, অমিত সরকার নামের একজনকে মৃত ঘোষনা করেন। বাকী ২ আরোহীর অবস্থা আশংকাজনক দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অবস্থার অবনতি ঘটায় তাদের কে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল নামের আরো এক কিশোরের মৃত্যু হয়। অপর আরেক জনকে আই.সি.ইউ তে ভর্তি করা হয়।
আরো জানা যায় মোটরসাইকেল আরোহীর তিন ব্যাক্তির বাড়ি কাকরাইদ এবং গোবুদিয়া গ্রামে অবস্থিত।
তিনজন যথাক্রমে অমিত(মৃত) কাকরাইদ , শিমুল (মৃত) এবং সোলাইমান গোবুদিয়া গ্রাম নিবাসী।