মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনাঃ গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে রামপাল থানার বাঁশতলী অধীনস্থ তালবুনিয়া গ্রামের গৃহবধূ মুসলিমা নামক এক তরুণীকে বাবার বাড়ি যাওয়ার নিষেধ করে স্বামী নূর ইসলাম।
সে সময় স্ত্রী মুসলিমা বিষয়টি পরিবারকে জানায়, সে সময় তার শাশুড়ি উগ্রপন্থী ভাবে সন্তান ও স্বামীকে লেলিয়ে দেয় গৃহবধূকে নির্যাতন করতে, কথা কাটাকাটির এক পর্যায়ে মুসলিমাকে বেধড়ক ভাবে নির্যাতন করে ও অকথ্য ভাষায় গালি গালাজ করেন, আহত মুসলিমা যখন সাহায্যের জন্য আকুতি করে তখন তাকে গলায় ফাঁস দিয়ে মুখের ভেতর গোবর পানি ঢেলে দেয় স্বামী নূর ইসলাম।
পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, প্রায়ই নির্যাতনের শিকার হয় মুসলিমা। তাছাড়া নুর ইসলাম ও তার মা প্রায়ই তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে, এর আগেও নুর ইসলামের নামে রয়েছে একাধিক অভিযোগ ও ধর্ষণ মামলা।
বিষয়টি রামপাল থানায় একটি লিখিতভাবে অভিযোগ জানায় বলে জানাযায়।