Home টপ স্টোরিজ “মধুপুরে ধর্ম অবমাননায় মহাসড়ক মুসলিম জনতা “

“মধুপুরে ধর্ম অবমাননায় মহাসড়ক মুসলিম জনতা “

“মধুপুরে ধর্ম অবমাননায় মহাসড়ক মুসলিম জনতা “

মো:সোহাগ মিয়া,মধুপুর,টাংগাইলঃ টাংগাইল জেলার মধুপুর উপজেলার আনারস বাজার নামে খ্যাত জলছত্র নামক বাজার এলাকায়,ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা অশোক বাবুর ছেলে তন্ময় কোনো এক ঘটনায় মুসলিম উম্মার পথ প্রদর্শক পবিত্র কোড়আন শরীফ গোবরে ফেলে দেয়।

যার জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শাস্তির দাবীতে টাংগাইল, ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়। এ থেকে এক অপ্রীতিকর ঘটনার জন্ম নেয়।

এলাকাবাসী নিজেরাই শাস্তির দাবী জানালে,পরবর্তীতে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রশাসন উপস্থিত হয়ে জনতাকে বোঝানোর মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন।

মুসলিম জনতা ১ ঘন্টার সময় বেধে দিয়ে জানান, যদি অতিদ্রুত বিচার কার্য সম্পাদন না করা হয়, সে ক্ষেত্রে সড়ক অবরুদ্ধ করার বিকল্প কিছু বেছে নেবেন না।

50% LikesVS
50% Dislikes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here