ভ্রাম্যমান আদালতের অভিযানে ঔষধ কোম্পানীর মালিকের কারাদন্ড

৪৩

তনয় বিশ্বাস,টাঙ্গাইলঃ ল্যাব ছাড়া মানহীন ঔষধ প্রস্তুত, সংরক্ষণ ও বাজারজাতসহ নানা অনিয়মের অভিযোগে এক ঔষধ কোম্পানীর মালিককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, দুই লাখ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ও কোম্পানী সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে শহরের সাকরাইল এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রের মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এভারগ্রীন নামের ঔষধ কোম্পানীতে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামী হলেন চরদিঘুলীয়া এলাকার মো. আবু সাইদের ছেলে মো. আজিজুল হক (৫০)। র‌্যাব ১২ এর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিষ্ট্রেট জানান, মানহীন ঔষধ প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ঔষধ আইন ১৯৪০ সালের ২৭ ধারায় ধারায় কোম্পানীর মালিককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, দুই লাখ টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ও কোম্পানী সীলগালা করা হয়েছে। সেখানে ল্যাব ছাড়া মানহীন ঔষধ প্রস্তুত, সংরক্ষণ ও খাবারের রং ব্যবহার করতেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.