ভূঞাপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন

৪৪

মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর(টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুর পৌরসভা নির্বাচনে জাহাঙ্গীর হোসেনকে বিএনপির মনোনীত দলীয় মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে জাহাঙ্গীর হোসেন ভূঞাপুর পৌর বিএনপি’র সভাপতি।

২৫/১২/২০২০ তারিখ রোজ শুক্রবার দুপুরে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করেন। এতে সমর্থন জানায় ভূঞাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। পরে যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জুমা নামাজ শেষে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ভোলা, সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সম্পাদক শাহজাহান কবীর লিটন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম খানসহ আরো অন্যান্য নেতা কর্মিরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.