মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুরে নিকরাইল পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ শনিবার (৯জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তাররোধে এসময় নতুন বইয়ের সাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
নতুন বই ও মাক্স বিতরন অনুস্ঠানে অংশ নেয় জনাব রহিজ উদ্দিন আকন্দ,চেয়ারম্যান অলোয়া ইউনিয়ন পরিষদ ও নিকরাইল পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। নতুন বই ও বিনামূল্যে মাক্স পেয়ে অতি আনন্দিত উক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।