মোঃ ফরিদুল ইসলাম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে অন্তত ২৫ টি দোকান।
আজ সোমবার ( ১২ এপ্রিল ) দুপুর ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিভি-ফ্রিজ, ইলেক্ট্রনিক,মনোহারি, চাউলের দোকান, লেপতোষকের দোকান, প্লাস্টিক সামগ্রিকের দোকানসহ পুড়েছে অন্তত ২৫ দোকান।
সরোজমিনে গিয়ে জানা যায়, দুপুর ৩ টার দিকে লেপতোষকের দোকানে হালকা অগ্নিশিখা দেখতে পায় স্থানীয় লোকজন, নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আসেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস আগুন সম্পুর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, দুপুর ৩ টার দিকে লেপতোষকের দোকানে হালকা অগ্নিশিখা দেখতে পায়, নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আসেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।