মোঃইয়াসিন তালুকদার হাসি,মোহনগঞ্জ,নেত্রকোনাঃ নেএকোনা জেলা মোহনগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ভুমিহীন মানুষের জন্য গোরস্তান তৈরি করে দিচ্ছেন,তেতুলিয়া গ্রামের হাবিবুর রশিদ হাবিব সাহেবের পিতা মৃত হাজী আঃ রশিদ সাহেব। তেতুলিয়া গ্রামের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি তেতুলিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃত আঃ বারেক সাহেবের সন্তান হাবিবুর রশিদ হাবিব সাহেবের তত্ববধানে গোরস্তানের কাজ করা হচ্ছে।
এই গৌরস্তানটি করায় তেতুলিয়া গ্রামের ৫ হাজার পরিবারে অনেক উপকার হবে।
তেতুলিয়া গ্রামের ৫ হাজার পরিবারে পক্ষ থেকে হাবিবুর রশিদ হাবিব সাহেবের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।