এম আব্দুর রহিম,গাইবান্ধাঃ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০ টায় ধর্ষণের অভিযোগে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, গত ১৩ মার্চ ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়ন আনতে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান তার কক্ষে ডেকে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করে চেয়ারম্যান বাদল।
পরবর্তীতে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে তাকে ধর্ষণ করে। সবশেষ গত ১১ই নভেম্বর ধর্ষীতার বাড়িতে গিয়ে আবারো ধর্ষণের সময় এলাকাবাসি টের পেলে পালিয়ে যায় চেয়ারম্যান বাদল। পরবর্তীতে নির্যাতিতা নিজে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এরআগে ২০১৭ সালে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাদল ও একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।