ভারত-চীন সীমান্তে ফের তুমুল সংঘাত।

৫৩

মেহেদী হাসান সজীব,আন্তর্জাতিক ডেস্কঃ আবারও মুখোমুখি সীমান্ত সংঘাতে জড়ালো চীন ও ভারত। ভারতীয় সেনাবাহিনী গেলো সপ্তাহের ঘটনাটি নিশ্চিত করেছে এবং সংঘাতের বিষয় নিয়ে বিবৃতি ও প্রদান করেছে।

বিবৃতি অনুসারে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছেই সিকিমের ‘নাকু লা পাসে’ সেনা সদস্যরা সংঘাতে জড়িয়ে পরেন। গত ২০ জানুয়ারি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে একটি চীনা টহলদল। এ সময় প্রটোকল মেনে স্থানীয় কমান্ডার’রা বিষয়টির নিষ্পত্তি টানেন। কিন্তু তারপর ও দুদেশের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয়ে যায় এবং আহত হন ৪ ভারতীয় সেনা।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ঐ সংঘর্ষে ২০ চীনা সৈন্য আহত হয়েছে।

ওই সংঘর্ষের পর থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকু লার ওই ঘটনায় ভারত-চীন সীমান্ত সংঘাত নতুন করে ভিন্ন মাত্রা পেল।

গণমাধ্যমকে ইস্যুটি নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বানও জানিয়েছে চীনা সেনাবাহিনী। গত জুনেও দু’দেশের সহিংসতায় প্রাণ হারান অন্তত ২০ ভারতীয় সেনা।

তথ্যসূত্রেঃ ভারতীয় গণমাধ্যম

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.