ভাঙ্গা ব্রীজের কারনে জনজীবন বিপন্ন

২৩

মিলন হালদার, বরিশালঃ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে আউয়ার গ্রামের ৫নং ওয়ার্ডের, একটি আয়রন ব্রিজ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। ওই ইউনিয়নের আউয়ার গ্রামের ৫নং ওয়ার্ডের হাওড়াবাড়ী মুজাহার শেখের বাড়ী থেকে শুরু করে, আব্দুর রহমান শেখের বাড়ী পশ্চিম পার্শ হয়ে, কলেজ রোডের দিকে যাতায়াতের একমাত্র পথ এই ব্রিজটি। এখান থেকে প্রতিদিন প্রচুর লোকজন যাতায়াত করেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে জনগণ। ব্রিজটির পাটাতন ভেঙ্গে পরে যাওয়ায়, মা-বোনেদের পারাপার হতে, চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। প্রতিদিন স্কুল,কলেজে,মাদরাসার শতশত শিক্ষার্থী ঝুকি নিয়ে চলাচল করে। এলাকবাসী সুত্রে জানা যায় আয়রন ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধাকে জানিয়েও কোন সুরাহা হয়নি।এলাকাবাসীর দাবী অবিলম্বে এই ব্রিজটি, পুর্ননিমাণ অথবা সংস্কার করে দেয়া ইউক।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.