ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ক্যাম্পেইন

৩৩

এইচ এ শরীফ,ভোলা সদর: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পড়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিদিনই জনসচেতনায় কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘঠন। তারই ধারবাহিকতায় “বাইরে গেলে মাস্ক পরুন, সুস্থভাবে ঘরে ফিরুন!” এ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষকে সতর্কতা মূলক এবং
মাক্স বিতরন ও মানুষকে মাস্ক ব্যবহার নিয়ে সচেতন করতেছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশের’ ভোলা জেলা টিম সদস্যরা।

আজ বুধবার ভোলা সদরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার জেলা পরিষদ বক-পাড় থেকে শুরু করে নতুন বাজার হয়ে বাংলা স্কুল মোড় এসে শীত আসার সাথে সাথে করোনার দ্বিতীয় প্রভাবের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্কতা মূলক এবং
মাক্স বিতরন ও মানুষকে মাস্ক ব্যবহার নিয়ে সচেতন করতেছে, ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভোলা জেলা টিম সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ এ শরীফ,(সদস্য ভলেন্টিয়ার ফর বাংলাদেশ)। যিনি মাইকিং করে করে সাধারণ মানুষদেরকে মাস্কের সঠিক নিয়ম মানা,পরিধান করিয়ে দেখিয়ে দেওয়াসহ নানান সচেতনতা মূলক কাজ করে থাকেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্য মনির হোসেন বলেন, শীত বাড়ার সাথে সাথে করোনার প্রভাবও বৃদ্ধি পেয়েছে। তাই আমরা ভোলাকে সতর্ক করতে এসেছি। ভোলার মানুষ নিয়ম মেনে মাস্ক পরিধান করুক, সচেতন থাকুক এটাই আমরা চাই। ইতিপূর্বেও মাসুদ আলম সিদ্দিকী (ডিসি মহোদয় ভোলা) এর কাছে অনুমতি চাইতে গেলে এমন কাজকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ক্যাম্পেইনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.