ভয়াবহ রোড এক্সিডেন্ট

১৬২

মোঃসোহেল সরকার,হাইমচরঃ রবিবার ২৯ তারিখ দুপুর 2:40 মিনিট এর সময় চাঁদপুর টু রায়পুর মহাসড়কে ধানুয়া বাজারের সামনে মোড়ে, আমার নিজ বাড়ির সামনে, একটি শাহ সিমেন্টের গাড়ি এবং সিএনজির ভয়াবহ সংঘর্ষ হয় সিএনজিতে একজন মহিলা বাচ্চা এবং তার স্বামী ও ড্রাইভার ছিলেন। সবার অবস্থা আশঙ্কাজনক পরে স্থানীয় জনগন তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ড্রাইভার কে ডাক্তার মৃত ঘোষণা করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাহ সিমেন্টের গাড়ি টি বাগরা বাজার থেকে ছেড়ে এসেছে সিএনজি টি ফরিদগঞ্জ থেকে আসার সময় অতি স্পিডে আসার কারণে উল্টে গিয়ে সিমেন্টের গাড়ির ভিতরে ঢুকে পড়ে।
শেষে ফরিদগঞ্জ থানার পুলিশ এসে সিএনজি ও ট্রাক ফরিদগঞ্জ থানায় নিয়ে যায়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.