
মোনাজীর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রিগেড টুপামারী কর্তৃক আয়োজিত নীলফামারী সদর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাই- স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২০।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. মমতাজুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী’লীগ, নীলফামারী। টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব আরিফ হোসেন মুন, সাধারণ সম্পাদক, জেলা ক্রীয়া সংস্থা, নীলফামারী।
উক্ত খেলার সভাপতিত্ব করেন জনাব মোঃ মছিরত আলী শাহ্ ফকির; চেয়ারম্যান, ৫নং টুপামারী ইউনিয়ন পরিষদ, নীলফামারী।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুজার রহমান; সভাপতি, বাংলাদেশ আওয়ামী’লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা। জনাব শাহিদ মাহমুদ; চেয়ারম্যান উপজেলা পরিষদ, সদর নীলফামারী। জনাব হাফিজুর রশীদ প্রামানিক রঞ্জু; সহ-সভাপতি, নীলফামারী জেলা আওয়ামী’লীগ। জনাব মসফিকুল ইসলাম রিন্টু; সভাপতি পৌর আওয়ামী’লীগ, নীলফামারী। জনাব আমজাদ হোসেন; যুগ্ম সাধারন সম্পাদক, জেলা আওয়ামী’লীগ, নীলফামারী। জনাব মোঃ ওয়াদুদ রহমান; সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী’লীগ, নীলফামারী সদর উপজেলা শাখা। জনাব সান্তনা চক্রবর্তী; ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, নীলফামারী এবং ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, নীলফামারী জনাব দীপক চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলো টুপামারী ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বার) এবং বেশ কিছু মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য ব্যক্তি বর্গ।
উদ্বোধনী খেলায় সর্বমঙ্গলা (১ নং ওয়ার্ড) দল বনাম বুড়িখোরা (৪ নং ওয়ার্ড) দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় সর্বমঙ্গলা (১ নং ওয়ার্ড) দল বুড়িখোরা (৪ নং ওয়ার্ড) দলকে ১-০ গোলে পরাজিত করে।
মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর এবারের আয়োজনে করতোয়া, বুড়িখোরা, তিস্তা, সর্বমঙ্গলা, চাড়ালকাটা, দেওনাই, ইছামতি, যমুনেশ্বরী ও নীলসাগর সহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে।
উল্লেখ্য যে, উক্ত খেলায় টুপামারী ইউনিয়নের প্রতিটি (১-৯ নং) ওয়ার্ড খেলায় অংশ গ্রহণ করবে। প্রতিটি দলের নাম করন করা হয়েছে ভিন্ন ভিন্ন নদির নাম দিয়ে।