আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এবং পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে (কচি মোল্লা) গ্রেফতার করেছে র্যাব -৯।
৮ নভেম্বর ২০২৩, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রহমান মোল্লা কচি শহরের মৌড়াইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে র্যাব -৯ গ্রেফতার করে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। অদ্য বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩), তাকে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়।