
হরিলাল রায়,রাণীশংকৈল প্রতিনিধি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নারীদের জীবন বড় ব্যস্তময়,জানালেন এক মহিলা। তিনি আরও জানান,ধান কাটার কয়েকদিন পরি আবার ধান মাড়া। আগে তারা বছরে চাষ করত ২টা ফসল।এখন তারা বছরে চাষ করে ৩টা ফসল।বিজ্ঞানের অগ্রযাত্রায় আর প্রযুক্তির নিত্যনতুন দ্রুব ব্যবহারের মাধ্যমে তারা ৩টা ফসল চাষ করতে পারছে। ৩টি ফসল চাষ করার ফলে আগের মতো তাদের হাতে সময় বেশি থাকে আরাম আয়েশ করার। এখন চলছে অগ্রহায়ণ মাস।নতুন ধান কাটা মাড়ার সাথে সাথে বাড়িতে থাকা চালের পরিমাণ ক্রমশ শেষের দিকে। তাই এখন গ্রামের মহিলারা ধান সিদ্ধ(ভাপা) করে তা এই শুকানোর কাজে ব্যস্ত।এখন শীতময় ও কুয়াশা সময়ে তাদের ধান শুকাতে একটু সময় বেশি দিন লাগছে কারণ সূর্যের তাপ পর্যাপ্ত কম।