সৈয়দ কাইউম হোসেন,বানারীপাড়া প্রতিনিধিঃ প্রতি বছরের একটি বিশেষ দিনকে ঘোষণা করা হয়েছে ‘ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় বলে ভালবাসা দিবস।দিনটি ১৪ ফেব্রুয়ারি,ঠিক ফাল্গুনের ২য় দিনটিতে।
মানুষ ভালোবাসা দিবস ভিবন্ন ভাবেই উজ্জাপন করে, কিন্তু একদল তরুণ যুবক যুবতী একটু ব্যতিক্রম ভাবে উদ্যোগ নিলো , ভালোবাসা দিবস উপলক্ষে কিছু সুবিধা বঞ্চিত আসহয়,গরিব,ভ্যান চালক, মানুষদের নিয়ে কেক কাটা উৎসব, ফুল, নামাজের তসবী সহ বিভিন্ন খ্যাদ দ্রব্য বিতরণের মাধ্যমে ভালোবাসা উজ্জাপন করেছেন।
এছাড়াও মহামারী করোনাভাইরাস এর লকডাউন অবস্থায় খেটে খাওয়া, গরিব অসহায় মানুষের বাড়িতে বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ব্যবস্থা করেছিলেন। শীতার্ত হতদরিদ্র মানুষদের পোশাক চাদর কম্বল শীতবস্ত্র বিতরণ করেন।সংগঠনের নাম:প্রথম সূর্যোদয়,বরিশাল,ঝালকাঠি সংগঠনটি পরিচালনায় আছেন হিমু আহম্মেদ, ইয়াসিন, সজীব, আনন্দ, আবদুল্লাহ,মোহাম্মদ ইসলাম,সুখি,শ্রাবনি আক্তার জারা।
সংগঠনটি নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য সেবা করে যাচ্ছেন।