আহম্মেদ শাকিল, স্টাফ রিপোর্টারঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। তাদের মধ্যে পুরুষ ২৪ জন ও ১২ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন চারজন। এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা গেলেন ছয় হাজার ৮৭৪ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন টেষ্টসহ এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি। অদ্যাবধি নমুনা পরীক্ষা সংখ্যা সরকারি ব্যবস্থপনায় ২৩ লাখ তিন হাজার ৭০ এবং বেসরকারি ব্যবস্থপনায় ৫ লাখ ৭৪ হাজার ৪৬৮ জন। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৫ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ০৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হলো তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জনে।