মোঃমোকসেদুর রহমান,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বেশি দামে ও অবৈধভাবে সার বিক্রি করার অপরাধে সার ব্যবসায়ীর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মোড়ের মেসার্স ফারুক ট্রেডার্স বেশি দামে ও অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রয় করায়,দোকানের মালিক ওমর ফারুক (৩৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনায়,কৃষিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণ রাখা কল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান জানান, মেসার্স ফারুক ট্রেডাস মালিক ওমর ফারুক সার বিক্রয়ের সময় গ্রাহকদের কোন প্রকার বিক্রয় রশিদ প্রদান করেন না ও তিনি যেখান থেকে সার ও কীটনাশক ক্রয় করে আনেন,সেখানকারও কোন রশিদ আমাদের দেখাতে পারেননি। এছাড়াও সার বিক্রয়ের কোন প্রকার খুচরা ও পাইকারি ডিলার লাইসেন্স/নিবন্ধন বা বিসিআইসি’র কোন নিবন্ধন নেই। অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এসময় মেসার্স ফারুক ট্রেডাস এর মালিক ওমর ফারুককে আটক করে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, জেলায় কোন প্রকার সারের ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমানে সার মজুদ আছে। কিছু অসাধু ব্যবসায়ীরা সারের দাম বৃদ্ধি করছে তার জন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা তৎপর আছেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় সদর উপজেলা সার পরিদর্শক মনোয়ার হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী আর নেই
- বারহাট্টায় মাদক ব্যবসা চলছে অবাধে
- তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন।
- বারহাট্টায় দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা
- নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ২৩ ইউনিট
- রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।
- ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
- সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় প্রতিবাদসভা
- থানায় জিডি করার ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিলল সাইফুলের লাশ