বেগম খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

৪৭

 

মোঃআল-আমিন
ডেস্ক রিপোর্ট

আজ হঠাৎ করেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নন কোভিড কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।বর্তমানে বিএনপি চেয়ারপার্সন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

আজ সোমবার বিকেল চারটায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয়।বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত ২৭শে এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছিলো।গত ১১ই এপ্রিল বেগম খালেদা জিয়ার ১ম দফায় করোনা পজেটিভ আসে।পরবর্তীতে ২৫শে এপ্রিল পুনরায় পরীক্ষা করা হলে ২য় দফায় করোনা পজেটিভ আসে বেগম খালেদা জিয়ার। কিন্তু তার চিকিৎসক দল তার শরীরে করোনার কোন প্রকার উপসর্গ না থাকায় তাকে নন কোভিড জোনে রেখেই চিকিৎসা প্রদান করেন।

প্রথম থেকেই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান হিসেবে কাজ করছেন ডাঃএফ এম সিদ্দিকী। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সাথে এভারকেয়ার হাসপাতালের একদল চিকিৎসক নিয়ে বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.