
মেহেদী হাসান, জেলা প্রধান, জামালপুরঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ধারা ২ (১১) তে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী প্রত্যেক মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মতিয়ার রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ধারা ২ (১১) তে মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
জানা যায়, একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবং ওই আইনের সঙ্গে মিল রেখে
সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে।
সুফি আব্দুল্লাহিল মারুফ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) জানান, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।