মোহাইমেনুল আলম,জেলা প্রতিনিধি, শেরপুর: বীর মুক্তিযােদ্ধা আতিউর রহমান মডেল একাডেমী প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শেরপুরে । ৩০ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং তারপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযােদ্ধা আতিউর রহমান আতিক এমপি ।
অনুষ্ঠানের শুরুতে হুইপ আতিউর রহমান আতিক এমপিকে স্থানীয় আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিগণের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সভায় চরশেরপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম , ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম , শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম , ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মােকছেদুর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা , জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক , শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , জেলা ফুটবল এসােসিয়েশনের সভাপতি মানিক দত্ত , জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , জেলা ছাত্রলীগের সভাপতি শােয়েব হাসান শাকিলসহ জেলা ও স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের বেশকিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।