মোঃ রেশাদুল হক, ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন (বি আই ই এ) বরিশাল জোনের পটুয়াখালী জেলার আওতাধীন আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত রাঙ্গাবালী উপজেলার চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব রিয়াজুর ইসলাম, সদস্য সচিব জনাব কাওছার হোসেন এবং বরিশাল জোন সমন্বয়ক ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রেদোয়ান আসিফ এর স্বাক্ষরিত এক নোটিশে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে জনাব মোঃ ইমরান হোসেন কে সভাপতি, জনাব মোঃ সাহেদ মাহমুদ কে সিনিয়র সহ-সভাপতি,জনাব মেহেদী হাসান রাকিব (মুফতি) কে সাধারণ সম্পাদক এবং জনাব মোঃ জহিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
১ বছর মেয়াদি উক্ত কমিটির সদস্যদের সংগঠনের মূলনীতি অনুসারে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
সংগঠন বিরোধী কোন কর্মকান্ডে যুক্ত থাকলে জেলা আহ্বায়ক কমিটি যেকোনো সিদ্ধান্ত নিতে পারিবে।।